• poalgachhamhs1950@gmail.com
  • 01718 40 69 38
Logo

পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় কোড: ৪২৮৫, EIIN: ১১৯২৭১ , কোড:৪২১২, কেন্দ্রঃ শাজাহানপুর-D , কেন্দ্র কোডঃ ৪৪৩, স্থাপিতঃ১৯৫০ ইং

  • অফিস লোকেশন :
  • পোস্টঃ পোয়ালগাছা , উপজেলা ও থানা: শাহজাহানপুর , জেলা: বগুড়া।
  • পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয় সংক্ষিপ্ত ইতিহাস

    পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে, যখন এই অঞ্চলে মাধ্যমিক স্তরের শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত। এলাকার কিছু শিক্ষানুরাগী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এ বিদ্যালয়ের গোড়াপত্তন হয়। শিক্ষা বিস্তারের অঙ্গীকার নিয়ে বিদ্যালয়টি শুরু থেকেই স্থানীয় জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠে। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টি ছিল সীমিত অবকাঠামো ও অল্প কয়েকজন শিক্ষক নিয়ে পরিচালিত। কিন্তু সময়ের পরিক্রমায় এটি একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়। বর্তমানে এখানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত, যাদের শিক্ষাদানে নিয়োজিত আছেন ১৩ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী। বিদ্যালয়টি একাডেমিক ফলাফলের দিক থেকেও বিশেষ সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০০% পাশের কৃতিত্ব অর্জন করে, যা বিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল অর্জন। পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয় কেবলমাত্র পাঠ্যক্রমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সহশিক্ষা, নৈতিক শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে আসছে। অতীতের গৌরবময় ইতিহাস ও বর্তমানের সাফল্যের আলোকে বলা যায়, এই বিদ্যালয়টি ভবিষ্যতেও এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।