• poalgachhamhs1950@gmail.com
  • 01718 40 69 38
Logo

পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় কোড: ৪২৮৫, EIIN: ১১৯২৭১ , কোড:৪২১২, কেন্দ্রঃ শাজাহানপুর-D , কেন্দ্র কোডঃ ৪৪৩, স্থাপিতঃ১৯৫০ ইং

  • অফিস লোকেশন :
  • পোস্টঃ পোয়ালগাছা , উপজেলা ও থানা: শাহজাহানপুর , জেলা: বগুড়া।
  • জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক দেয়াল পত্রিকা প্রদর্শন এবং বিতর্ক প্রতিযোগিতা আয়োজন

    আসসালামু আলাইকুম

    অদ্য ৩১/০৭/২০২৫ ইং তারিখে পোয়ালগাছা  ‍মুসলিম উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে দেয়াল চিত্র প্রদর্শন, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাইদ। ‍বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ান এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীরা রানারআপ হয়। ৭ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ হুমায়রা আকতার শ্রেষ্ঠ বিতার্কিক নির্ববাচিত হয়।